- প্রধান শিক্ষকের বাণী
মো.জাকির হোসেন
প্রধান শিক্ষকের বাণী
সন্মানিত অভিভাবক ও প্রাণ-প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা.।১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়ে জাংগালীয়া উচ্চবিদ্যালয় আধুনিক শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা রেখে আসছে।ইতি মধ্যে প্রতিষ্ঠানটির সাফল্য ঈশর্নীয়।প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি উক্ত প্রতিষ্ঠানে ০১ মে ২০১৯ খ্রি.তারিখে যোগদান করি।সময়টা আমার জন্য চ্যালেঞ্জিং।সন্মানিত অভিভাবক আমি আশ্বস্ত করতে চাই আগামী দিনগুলতে জাংগালীয়া উচ্চবিদ্যালয় পূর্বের তুলনায় আরোও পরিকল্পিত ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
শিক্ষা জাতির মেরুদন্ড।যুগের সাথে সংগতিপূর্ন বিকাশের জন্য আমরা প্রত্যকেই ভাবি নিজ সন্তান্দের নিয়ে।মানব শিশুকে পরিশুদ্ধ ও পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়।আর এক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মূলমন্ত্র।আমরা দৃঢভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরনের কাঙ্খিত পরিবর্তন ।আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল,স্বাধীন,সক্রিয় ও দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে উঠা একান্ত প্রয়োজন।এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষক মন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্ব্যে একটি শিক্ষা বান্ধব পরিবেশ।
আমি বিনয়ের সাথে দাবী করি জাংগালীয়া উচ্চ বিদ্যালয় এসব কিছুর সমন্বয় ঘটানো সম্বব হয়েছে।
মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ১৯৬৩ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন জাংগালীয়া উচ্চবিদ্যালয় নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । আমি প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করি।